Header Ads

Header ADS

নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় অ্যাপ চালু হচ্ছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত
২৩ফেব্রুয়ারি ২০২০, ১৬:০০
নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় পুলিশ অ্যাপ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ্যাপটির সাহায্যে নারী ও শিশু বিপদে পড়লে দ্রুত পুলিশের সেবা পাবেন। হাতে থাকা মুঠোফোনের একটি বাটন চাপ দিলে ভুক্তভোগীর আশপাশে অবস্থান করা পুলিশ তাদের সাহায্যে এগিয়ে আসবেন। নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় অ্যাপটি কিছুদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এই অ্যাপটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
শুক্রবার পূর্বাচল–সংলগ্ন একটি পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বনভোজনে অংশ নিয়ে জাবেদ পাটোয়ারী এ কথা জানান।
আইজিপি আরো বলেন,  দুই বছর আগে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ পর্যন্ত ৫৮ লাখ ভুক্তভোগীকে সেবা দিয়েছে।

No comments

Theme images by suprun. Powered by Blogger.