Header Ads

Header ADS

World press Freedom Day

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 

১৯৯৩ সালের  ৩ মে গণমাধ্যমকে "ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে" ঘোষণা করেছিলেন জাতিসংঘ। তাই আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটির এ বছরের স্লোগান নির্ধারণ করা হয়েছে-‘ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা। 
বৈশিক মহামারি করোনা ভাইরাসের কারনে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্ত গণমাধ্যম পালনে  কোন সভা সমাবেশ করার কর্মসূচি দেওয়া হয়নি । এই কারনে আমি বাসা থেক  গণমাধ্যম দিবসের যথাযথ সফলতা কামনা করছি।  সেই সাথে পক্ষপাতিত্বহীন সাংবাদিকতা চর্চায় সকলকে এগিয়ে আসার আহ্বান করছি।
এই বছরের স্লোগান  ভয় ও পক্ষপাতিত্ব হীন সাংবাদিকতা  এই স্লোগানকে কাগজ কলম আর মেধা মননে সীমাবদ্ধ না রেখে, চাই সঠিক বাস্তবায়ন।   পক্ষপাতিত্ব করে সাংবাদিকতা করা মানে এই মহান পেশার  সাথে প্রতারণা করা। সমাজের অবহেলিত পিছিয়ে পড়া জনপদ আর নিপিড়ীত, নির্যাতিত, ক্ষুধার্ত, মানুষের কথাগুলো  নিরপেক্ষভাবে সাংবাদিকদের কলম দিয়ে  তুলে ধরাই পক্ষপাতিত্বহীন সাংবাদিকতা। 
আসুন - তেল, হলুদ,আর ময়দার আবরনে কাউকে অনন্য উচ্চতায় তোলার আগে তার কর্মের গড় মূল্যায়ন করি। পক্ষপাতিত্ব নয় নিরপেক্ষ সাংবাদিকতায় জীবন গড়ি। 
লেখক সাংবাদিক- এন এ মুরাদ   

No comments

Theme images by suprun. Powered by Blogger.