Header Ads

Header ADS
     মুরাদনগরে তালুইর হাতে জিয়ারী ধর্ষিত  
প্রকাশিতঃ ২৪-০২-২০২০ খ্রিস্টাব্দ।
ডেস্ক রিপোর্ট-    
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মেয়ের ননদকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম নামের এক ব্যাক্তিকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর আলম (৫০) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামের মৃত. আব্দুল বারেক মিয়ার ছেলে। 

মামলার সূত্রে জানাযায়, জাহাঙ্গীর আলম কয়েক বছর আগে একই গ্রামের ধর্ষণে শিকার হওয়া ওই কিশোরীর ফুফুকে বিয়ে করেন। ফুফুকে বিয়ের পর গত বছর ওই কিশোরীর ভাইয়ের সাথে জাহাঙ্গীর তার মেয়েকে বিয়ে দেন। গত বছরের ৮ নভেম্বর জাহাঙ্গীর জোর পূর্বক তার মেয়ের ননদ (১৯)কে ধর্ষণের পর তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। তাই ভয়ে ধর্ষণের বিষয়টি ওই কিশোরী এতোদিন কাউকে বলেনি। গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে। পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর আলম। এ বিষয়ে পরদিন শরিবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরী তার তালুই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর বাঙ্গরা বাজার থানা পুলিশ ওইদিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর আলমকে ঢাকার বংশাল থানার ছুরি টোলা এলাকা থেকে গ্রেফতার করে। স্থানীয় ভাবে জানা যায়, অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর আলমের নিজ গ্রামে ৩টি, পার্শবর্তী রগুরামপুর গ্রামে ১টি ও জেলার দেবিদ্ধার থানার মহেশপুর গ্রামে ১টি বিয়ে করেছে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জাহাঙ্গীরের মেয়ের ননদকে ডাক্তারী পরীক্ষা জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments

Theme images by suprun. Powered by Blogger.