সড়ক দুর্ঘটনাই শেষ বিদায়ঃ
অনলাইন ডেস্ক। প্রকাশিত ০২-০৩-২০২০ইং
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ নামে এক যুবক নিহত হয়েছেন।
অনলাইন ডেস্ক। প্রকাশিত ০২-০৩-২০২০ইং
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুর অনুমানিক ২:৩০ মিনিটের সময় কসবা উপজেলার উজানিসার-ধরখার ব্রিজের উত্তর পাশে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক এর সাথে এই দুর্ঘটনা ঘটে। তখন ট্রাকটি ওই বাইককে চাপা দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এসময় যুবকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত আরিফ (২৫)কুমিল্লার দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
জানাযায়, আরিফ কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটে একটি দোকানের সেলসম্যান হিসাবে কাজ করত। ২ফেব্রয়ারী তার বিদেশে যাওয়ার কথা ছিল। এই লক্ষ্য আত্মীয় -স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছ থেকে বিদায়ও নিয়েছিল। নিয়তির কি নির্মম পরিহাস আরিফ শেষ পর্যন্ত বিদেশ নয়, এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। অধরাই রয়েগেল তার কৃষক বাবার স্বপ্ন।

No comments