মুরাদনগর থেকে করোনা রোগী জানালা ভেঙ্গে পালিয়েছেন
এন এ মুরাদ,মুরাদনগর। ।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯নং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম থেকে করোনা শনাক্ত রোগী মিজানুর রহমান পালিয়ে গেছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়ায় জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে। রোগীর আ্ইসোলেশন নিয়ে সাধারন মানুষের মাঝে চলছে নানা গুনজন।
উপজেলা সূত্রে জানাযায়, (২৪ এপ্রিল) শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী মিজানুর রহমান কিরোনা রোগী হিসেবে শনাক্ত হন।
করোনা শনাক্ত হওয়ায় পর মুরাদনগর উপজেলা প্রশাসন গত শুক্রবার দুপুরে কাজিয়াতল গিয়ে তার ঘরটি আইসোলেশন ঘোষনা করে বাড়িটি লগডাউন করেন। পরে শুক্রবার রাতে কোন এক সময় মিজান ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়।
এদিকে করোনা সংক্রমিত রোগী পালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের প্রশ্ন রোগীকে হাসপাতালে না রেখে বাড়িতে কেন রাখা হলো। এমন প্রশ্নে বিভিন্ন মহলে চলছে নানা গুনজন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোন লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেই। এই ধরনের রোগী অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা দিলে ভালো হয়ে যায়। তবে এই রোগী কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তি সংক্রমিত হবার আশংকা রয়েছে।
এব্যপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পালিয়ে যাওয়ার খবর পেয়ে তাকে আটক করার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

No comments