Header Ads

Header ADS

মুরাদনগরে একই পরিবারের ৯ জন করোনায় আক্রান্ত



এন এ মুরাদ,মুরাদনগর।। 

কুমিল্লায় প্রথমবারের মত একই পরিবারের ৯ জন করোনায় সনাক্ত হয়েছে। তারা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর ৮ নং ওয়ানডের বাসিন্দা।
নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন শিশু ও দুইজন বয়ষ্ক। যাদের বয়স যথাক্রমে ৫-৮-১০-১৩-১৬ এবং দুইজন বয়ষ্কের মাঝে একজনের বয়স ৬৫- অন্যজনের ৫৫বছর। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য  বিভাগ ।
সূত্রে জানাযায়,  বাখরনগর গ্রামের দুই ব্যক্তি লকডাউনের মধ্যে ঢাকা থেকে বাড়ি আসেন।  জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক এসে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রিপোর্ট পজিটিভ আসে। পরে ওই পরিবারের ৭ জনসহ মুরাদনগর থেকে মোট ১৮ টি নমুনা  পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠালে গত ৮ মে রিপোর্টে দেখা যায়, ওই পরিবারের ৭ জনই করোনা ভাইরাসে আক্রান্ত। পূর্বের ২ ও পরে ৭ মিলে একই পরিবারে মোট ৯ জন করোনার সংক্রমণে সংক্রমিত।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত দুই মহিলা স্বেচ্ছায় স্বীকার  করে প্রশাসনকে  বলেন, তারা কোম্পানীগঞ্জ - নবীনগর রোডের গ্রীন ও গ্রামীন ফার্মেসিতে এসেছিলেন ঔষধের জন্য। এবং পাশের দুটি বাড়িতেও গিয়েছিলেন।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন, ওই বাড়ির মোট ১১ জন সদস্যের মধ্যে ৯ জনই আক্রান্ত।  তাদের সকলকে আইসোলেশন নিশ্চিত করে আশে পাশের সবকয়টি  বাড়ী ও বাখরনগর মোচাগড়া রাস্তা লকডাউন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল,  পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ ,স্হানীয় চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ও ওয়াড মেম্বার আলমগীর হোসেন।

No comments

Theme images by suprun. Powered by Blogger.