মুরাদনগরে অসহায় বৃদ্ধা নিদানী বেগমের পাশে মিঃ ফান গ্রুপ
এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর শুশুন্ডা গ্রামে নিদানী বেগমেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ঘর তৈরি করে দিলেন মিঃ ফান গ্রুপ।
বুধবার দুপুরে নিদানী বেগম ও তার ছেলে দিলু মিয়ার হাতে তুলে দেয়া হয় সেই ঘরের মালিকানা। আর এই ঘড়ের নাম দেয়া হয়েছে ‘ছায়ানীড়’ (২)।
জানাযায়, নিদানী বেগম (৬৮)। স্বামী চরু মিয়া মৃত্যু হয়েছে প্রায় ৩০ বছর আগে। স্বামীর মৃত্যুর পর শেষ সম্বল হিসেবে পেয়েছেন থাকার একটি মাত্র ঘর। আর সেখানেই খেয়ে না খেয়ে ২ ছেলে ও ২ মেয়েকে নিয়ে জীবন কাটাতে থাকেন।
২ মেয়েকে বিয়ে দেয়া হয়েছে । দুই ছেলেও বিয়ে করেছেন। ছোট ছেলে দিলু মিয়া (৪০) মানসিক প্রতিবন্ধীকে নিয়ে নিদানী বেগম তার স্বামীর রেখে যাওয়া ভাঙ্গা ঘরে থাকেন।
বড় ছেলে তাজু মিয়া (৫০) পাশেই ভিটি পাকা দু’টি ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন।
নিদানী বেগমের ভাঙ্গা ঘরটি বৈশাখী ঝড়ে একদিকে হেলে পড়ে। সামান্য বৃষ্টি হলেই ঘরের চারদিকে পানি পড়ে। এটি পুরাতন হতে হতে এতটাই জীর্ণশীর্ণ যে ঘরের চালা, বেড়া, খুয়ে পড়ছিল। এমতাবস্থায় তাদের পাশে এসে দাঁড়ালেন মুরাদনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা মিঃ ফান গ্রুপ। এই সংগঠনের সকল সদস্যদের সংগৃহীত ৪৫ টাকা দিয়ে অসহায় নিদানী বেগমের ঘরটি নতুন করে তুলে দিয়েছেন। ঘর পেয়ে নিদানী বেগম খুব খুশি।
মিঃ ফান গ্রুপ সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সচেতন মহল।

No comments