Header Ads

Header ADS

হাজী ওমর ফারুক'কে ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর ৩ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চায় এলাকাবাসি

এন এ মুরাদ, মুরাদনগর।। হাজী ওমর ফারুক'কে ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর ৩ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চায় এলাকাবাসি ওমর ফারুক পেশায় একজন সফল ব্যবসায়ী ও গুনজর ৩নং ওয়ার্ডের তিন বারের সাবেক মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আলীর পুত্র। রাজনৈতিক দিক থেকে তিনি আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী বলে জানাযায়। গুনজর দক্ষিণ পাড়া ৩নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা হলে তারা জানান, হাজী ওমর ফারুকের পিতা মোহাম্মদ আলী মেম্বার অতি নিষ্ঠার সাথে এই ওয়ার্ডের মানুষের সেবা করেছেন। বার্ধক্য জনিত কারনে তিনি আর নির্বাচন করবেন না। তাই আমরা মোহাম্মদ আলী মেম্বারের ছেলে কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক হাজী ওমর ফারুক'কে মেম্বার হিসাবে দেখতে চাই। ওমর ফারুক লোভ লালসাহীন একজন ভালো মানুষ। তিনি মেম্বার হলে এই ওয়ার্ডবাসীর উপকার হবে। এই ব্যাপারে ওমর ফরুক বলেন, আমার ওয়ার্ডের জনগণ চায় আমি জনপ্রতিনিধি হয়ে তাদের পাশে থাকি। তাই সিদ্ধান্ত নিয়েছি ইলেকশান করব। যদি নির্বাচিত হই আমার বাবার আদর্শকে সামনে রেখে গরীব -দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে সেবা করে যাব এবং মাদক, ইভটিজিং, বাল্যবিয়েসহ সমাজের যাবতীয় অপরাধকে নির্মূল করে একটি সুন্দর, সুশৃঙ্খল সমাজ গঠন করব।

No comments

Theme images by suprun. Powered by Blogger.