মুরাদনগরে যুবলীগ নেতা রুহুল আমিনের পিতার দাফন সম্পন্ন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এমপি হারুন।
এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন (৬৫) এর জানাযা শেষে দাফন সম্পন্ন।
রবিবার বাদ আসর মুরাদনগর বড় মাদরাসা মাঠে তাহার জানাযা শেষে মৃতদেহ মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আবুল হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুরাদনগরের সংসদীয় আসনের সংসদ সদস্য এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) । তিনি মোবাইল ফোনে ও তাঁর ফেসবুক বার্তায় শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন ক্লিন ইমেজ নিয়ে রাজনৈতিক মাঠে থাকায় দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার বাবার জানায়ায় উপস্থিত হয়ে রূহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য আবুল হোসেন মাষ্টার রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন ।
মৃত্যুকালে তিমি ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

No comments