দেবিদ্বারে বসত ঘর থেকে সাতটি সাপ উদ্ধার
এন এ মুরাদ, মুরাদনগর\
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিন ভিংলাবাড়ী হাজী আয়েব আলী বাড়ীর আবুল কালামের ঘর থেকে ৭টি কালী পানকের বাঁচ্চা আটক করা হয়েছে।
শনিবার সকাল থেকে একটানা ৯ ঘন্টা চেষ্টার পর এই বিষধর সাপগুলো আটক করতে সক্ষম হয়েছেন সাপুড়ে আলাউদ্দিন ওঁজা।
জানাযায়, ভিংলাবাড়ীর আবুল কালাম বসত ঘরের মধ্যে রাতে ঘুমাতে যাওয়ার সময় একটি সাপ দেখতে পান। তখন সাপটি মারতে গেলে পালিয়ে যায়। এরপর থেকে আবু কালাম ও তার স্ত্রী রাতে আর বিছানায় পিঠ লাগায়নি। সারারাত্র চেয়ারের মধ্যে বসে ছিলেন। ভোর হতেই দেবিদ্বার বাদিয়া সম্প্রদায়ের সর্দার আলাউদ্দিন ওঁজা’কে খবর দিলে তিনি তাৎক্ষনিক ওই বাড়িতে আসেন এবং একটানা ৯ ঘন্টা চেষ্টা করে ঘরের ভীতর থেকে সাপগুলোকে ধরতে সক্ষম হন। তবে বড় সাপটি আটক করতে না পারায় চিন্তিত ওই পরিবার। সাপের ভয়ে এখন অন্যের ঘরে রাত কাটাচ্ছেন ওই দম্পতি।
এব্যাপারে সাপুরে আলাউদ্দন ওঁজা বলেন, বড় সাপটি ধরার জন্য পাকা ঘরের পুরো ফ্লোর উল্টানো হয়েছে সাপটিকে খুজে পাইনি। আমার মনে হয় এটি পালিয়ে গেছে। বাচ্চা সাপগুলো উদ্ধার করা হয়েছে।

No comments