দেবিদ্বারে বিয়ে বাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ২০, ঝুকিপূর্ণ ৪ জন
কুমিল্লার দেবিদ্বারেে বিয়ে বাড়ীতে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত- ২, আহত- ২০ জন ঝুঁকিপূর্ণ - ৪ জন কুমেক হাসপাতালে ভর্তি
নিহতরা হলেন,- আব্দুল্লাহপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম(২০) মুরাদনগর উপজেলার গুনজর গ্রামের রেনু মিয়ার পুত্র ফাহিম(১৯)।
ঝুকিপূর্ণ ৪ জনকে মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।। তারা হলো মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের সেলিম মিয়ার পুত্র সজিব(১৮) তার গলা কাটা। মজিবুর রহমানের পুত্র মামুন(২০) তার বুক ও পেটে ছুরিকাহত। জয়নাল আবেদীনের পুত্র আক্তার হোসেন (১৮) তার পেটের ভুড়ি বের হয়ে গেছে
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


No comments