Header Ads

Header ADS

বৃষ্টির পানি ঢুকে কোম্পনীগঞ্জ স্কুলের মুজিব কর্ণার ও আসবা পত্র নষ্ট


এন এ মুরাদ, মুরাদনগর।।



 কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের ভীতর বৃষ্টির পানি ঢুকে অনেক প্রয়োজনীয় কাগজ-আসবাপত্র ও মুজিব কর্ণারের ছবি নষ্ট হয়েছে। এজন্য বাজারের জলাবদ্ধতাকেই দায়ী করেছেন স্কুল কতৃপক্ষ। 

স্কুল সূত্রে জানাযায়, বাজারের পানি ষ্কিাশনের জন্য একটি ড্রেইন স্কুলের ভীতর দিয়ে গোমতীর (মরা নদীতে) নেওয়া হয়েছে।  অন্যান্য ড্রেইনগুলো অচল থাকায় এই ড্রেইন দিয়ে পানি নেমে কাভার হয়না। এছাড়াও বেড়ি বাঁধের পানি তীর্যক ভাবে স্কুলের ভীতর গড়ায় । এই দুই দিকের পানি স্কুলে প্রবেশ করে তিনটি অফিস ও ছয়টি শ্রেণীকক্ষ তলিয়ে যায়। এতে মুজিব কর্ণারের ছবিসহ বেশ কিছু কাগজ ও আসবাপত্র নষ্ট হয়েছে। 

স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহম্মেদ জানান,একটু ভারী বৃষ্টি হলেই স্কুলে পানি উঠে যায়।   বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকবার উর্দ্ধতন কতৃপক্ষসহ  প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাকে বার বার আশ্বাস দিলেও এখন পর্যন্ত যথাযথ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।



No comments

Theme images by suprun. Powered by Blogger.