Header Ads

Header ADS

সমর্থন প্রত্যাশী সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী ওমর ফারুক

  অফিস রিপোর্টার।। 



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব  ইউনিয়ন গুঞ্জর ৩ নং ওয়ার্ড থেকে  সর্বস্তরের জনগণের কাছে দোয়া সমর্থন কামনা  করছেন হাজী ওমর ফারুক।  তিনি ওই ওয়ার্ডের স্বনামধন্য চারবারের  সাবেক মেম্বার মোহাম্মদ আলীর কৃতিসন্তান। 

ওমর ফারুক পেশায় একজন ব্যবসী। দীর্ঘদিন ব্যবসার পাশাপাশি সমাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন । আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে  ৩ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ৩ নং ওয়ার্ডের রাস্তাঘাট বিভিন্ন চায়ের দোকান, ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন।

প্রার্থীতা নিয়ে ওমর ফারুক বলেন,  একটি সুখী-সুন্দর দেশ এবং সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।  দারিদ্র মুক্ত, শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ওয়ার্ড   গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি মেম্বার পদে প্রার্থী হচ্ছি। এর জন্য  আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনদের  দোয়া ও সমর্থন কামনা করছি। তিনি আরও বলেন, আমাকে সমর্থন দিয়ে পাশে রেখে ওয়ার্ডবাসী ও মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।

No comments

Theme images by suprun. Powered by Blogger.