Header Ads

Header ADS

মুরাদগরে পনেরশত (১৫০০) দোকানে জীবাণু নাশক স্যানিটাইজার স্প্রে

কোম্পানীগঞ্জ বাজারে করোনা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

 
এন এ মুরাদ, মুরাদনরগ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে নভেল কেরোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে প্রায় ১৫০০(পনেরশত)  দোকানে জীবাণুনাশক স্যানিটাইজার স্প্রে করেছেন বাজার কমিটি।
শনিবার দুপুরে বাজারের প্রবেশ পথ ইসলামী ব্যাংকের সামন থেকে এই অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক  হাবিবুর রহমান হাবিব। এসয় কমিটির অনান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ব্যাস্ততম এই বাজারের প্রতিটি দোকান পাট বন্ধ রয়েছে। দোকানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন  একঝাঁক পরিচ্ছন্ন কর্মী। পরিচ্ছন্নতা শেষে বাজারের প্রতিটি দোকান জীবাণু-নাশক  স্যানিটাইজার দিয়ে স্প্রে করে জীবানু মুক্ত করা হচ্ছে।
এসময় সচেতনার লক্ষে বাজার সেক্রেটারী হাবিবুর রহমান (হাবিব) বাজারের ব্যাবসায়ীদের ডেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে উপজেলা প্রশাসনের নির্দেশাগুলো আলোচনা করেন এবং তা পালনে সকলের সহযোগীতা কামনা করেন।

No comments

Theme images by suprun. Powered by Blogger.