Header Ads

Header ADS

যে মাস্ক বায়ূবাহিত করোনা জীবানু ঠেকাতে পারে






সার্জিক্যাল মাস্ক
-----------------------
ইউনিভার্সিটি অব লন্ডনে সেন্ট জর্জেসের  ডঃ ডেভিড ক্যারিংটন বিবিসিকে জানান-
সার্জিক্যাল মাস্ক বায়ুবাহিত ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দিতে যথেষ্ট নয়"। তবে হাঁচি বা কাশি থেকে ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে এই মাস্ক। আর হাত থেকে  মুখের সংক্রমণের বিরুদ্ধেও কিছুটা সুরক্ষা দেয়।
বেশিরভাগ ভাইরাসই" বায়ুবাহিত" এই মাস্কগুলো এতই ঢিলেঢালা থাকে যে বায়ুকে ফিল্টার করতে পারেনা ঠিকঠাক।
রেসপিরেটর মাস্ক
--------------------------
ইউনিভার্সিটি অব নটিংহ্যামের মলিক্যুলার ভাইরোলজির অধ্যাপক জোনাথন বল বলেন, হাসপাতালের মধ্যে একটি নিয়ন্ত্রিত সমীক্ষায় দেখা গেছে রেসপিরেটর হিসেবে তৈরি ফেস মাস্ক ইনফ্লুয়েঞ্জা ঠেকাতে পারে। মূলত বায়ুবাহিত ক্ষতিকর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পদার্থের হাত থেকে শ্বাসনালীকে সুরক্ষা দেয়ার জন্য রেসপিরেটর তৈরি করা হয়। 
তথ্য সূত্র- বিবিসি




No comments

Theme images by suprun. Powered by Blogger.