মুরাদনগরে ২ জন করোনা রোগী সনাক্ত
এন এ মুরাদ,মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়নের কাজিয়াতলের ১জন ও বাঙ্গরা বাজার থানার উত্তর রামচন্দ্রপুর এলাকার ১ জন। এই ২ ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, কাজিয়াতল গ্রামের বাসিন্দা যিনি
তিনি ঢাকা থেকে এসেছেন। গত কিছু দিন যাবৎ ওরা দু’জনই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। খবর পেয়ে উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়। বৃহস্পতিবার রাতে মুরাদনগরে রিপোর্ট আসলে জানাযায় ওই দুইজন ব্যাক্তির করোনা পজেটিভি।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা দুই জনই পুরুষ। তাদের বাড়ি লকডাউন করার পর বিস্তারিত প্রকাশ করা হবে।
বিদ্রঃ- এ সাইট থেকে কতৃপক্ষের বিনাঅনুমতিতে নিউজ কপি করলে তা কপিরাইট আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্যহবে।

No comments