মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামের কৃতিসন্তান মোঃ শাহআলম (৬০) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মৃত্যুবরন করেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।
পরিবার সূত্রে জানাযায়, তিনি স্বপরিবারে নারায়নগঞ্জ থাকতেন। নারায়নগঞ্জের ডিআইটি মার্কেটে ফার্মেসি ব্যবসা করতেন। সপ্তাহ খানেক আগে তার ঠান্ডা - জ্বর কাঁশি হয়। তখন তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষায় করোনা সংক্রমণ পাওয়ায় তাকে ঢাকায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় ৩ দিনের মাথায় বুধবার বিকালে আইসোলেশন ইউনিট থেকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর সময় তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। এছাড়া তিনি রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এর সম্পর্কে চাচা ভাই হন।

No comments