Header Ads

Header ADS

মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহার তালিকা জনসম্মুখে প্রকাশ।


এন এ মুরাদ,  মুরাদনগর।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের  ইউপি সদস্য  শাহেদুল হক সুজন মেম্বার প্রধানমন্ত্রীর উপহারের  তালিকা জনসম্মুখে প্রকাশ করে ফেসবুকে ভাইরাল। তার এমন স্বেচ্ছায় কাজের জবাব দিহিতা দেখে সচেতন সমাজের লোকজন  সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। 
সচেতন নাগরিকের  পক্ষে  সিরাজুল ইসলাম বলেন,
নবিপুর পুর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুজন মেম্বার 
মাননীয় প্রধানমন্ত্রীর ২৫০০টাকার উপহারের তালিকা তার আইডি হতে ফেইসবুকে প্রচার
করে এক নতুন দৃষ্টান্ত স্হাপন করেছেন।
এমনি ভাবে সারা মুরাদনগরের প্রতিটি ওয়ার্ডের তালিকা প্রকাশ করা হোক। এই তালিকা প্রকাশ করলে
সবাই জানতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কোন কোন ভাগ্যবানরা পেলেন।একই সাথে সকলের নিকট তালিকার স্বচ্ছতা প্রকাশ পাবে।

সরেজমিন গিয়ে জানাযায়, উপজেলার বাখরনগর গ্রামের ৭নং ওয়াড সদস্য শাহেদুল হক সুজন  লকডাউনের শুরু থেকে গরীব দুঃখী  অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি সরকারি ত্রান বিতরনের পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যেগে ঐ ওয়াডের ৫০০শত মানুষকে বিভিন্ন ধাপে খাদ্যসামগ্রী ও নগত অর্থ দিয়েছেন। 
করোনা যুদ্ধে সবায়কে ঘরে রাখার জন্য রাতের অাধারে মাইক নিয়ে ঘুরে ঘুরে সবায়কে ঘরে থাকার কথা বলেছেন। এছাড়াও  তার ওয়াডে যারা বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা,  ভিজিএফ, ওমএস,এর চাল থেকে বাদ পড়েছেন  তাদেরকে তার সাথে যোগাযোগ করতে  ফেসবুক মাধ্যমে আহ্বান করেছেন। 
শাহেদুল হক সুজন মেম্বার বলেন, এমপি মহোদয়ের নির্দেশে করোনার  শুরুতে আমি কর্মহীন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয়  প্রধানমন্ত্রীর উপহার আমার ওয়াডে ৭৬ জন লোক পাবে। এর সুষম বন্টন করে তালিকাটা আমি উন্মুক্ত করে দিয়েছি। যেন জণগন একথা বলতে না পারে যে আমি আমার পরিবারের লোকজনের নাম দিয়ে  টাকা রেখেছি।  

No comments

Theme images by suprun. Powered by Blogger.