Header Ads

Header ADS
মুরাদনগরে নতুন করে বাঙ্গরা বাজার থানার ওসিসহ ৯জনের করােনা পজেটিভ

 এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজলার বাঙ্গরা বাজার থানার ওসিসহ নতুন করে আরাে ৯জন করােনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তার মধ্যে বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্য ৭জন ও অপর দু’জন উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের জসমন্তপুর গ্রামের। বুধবার বিকালে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারসহ এ থানায় সর্বমােট ১৫জন পুলিশ সদস্য করানাভাইরাসে আক্রান্ত।
গত মাসে সর্বপ্রথম বাঙ্গরা বাজার থানায় একজন পুলিশ সদস্য করানাভাইরাসে আক্রান্ত হন। পরে তার সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য কুমিল্লা পাঠানাে হয় । গত ৪ জুন বাঙ্গরা বাজার থানায় আরা ৭জন পুলিশ সদস্যের করােনা পজেটিভ আসে। তারই ধারাবাহিকতায় থানার সকল পুলিশ সদস্যদর নমুনা সংগ্রহ করে আবারাে পরিক্ষার জন্য কুমিল্লায় পাঠানাে হয়। সেখান থেকে বুধবার বিকালে থানার ওসিসহ নতুন করে আরা ৭ জনের করােনা পজেটিভ আসে। 


No comments

Theme images by suprun. Powered by Blogger.