Header Ads

Header ADS

কসবা থানার এস আই বেলালের বিরুব্দে সংবাদ সম্মেলন করেছে এক নিরীহ পরিবার

আমিনুল ইসলাম আহাদ,বি-বাড়িয়া। কসবা থানার এসআই বেলালের বিরুদ্ধে রবিবার সাকাল১১ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়া রিপোটার্স ক্লাবে সংবাদ সম্মেলমে লিখিত বক্তব্য পাঠ করেন নিরীহ অসহায় ও ভুক্তভোগী পরিবারের সদস্য রোমানা আক্তার।তিনি বলেন আমার বাবা,মা নেই আমি অসহায় ও এতিম।আমার ভাবী জোর পুর্বক ভাবে কসবা থানার এস আই বেলালের সহযোগিতায় আমার বাড়ীর বসত ঘরটি ভেঙ্গে ফেলে।আমাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার করার জন্য আমার ভাবী তানজিনা আক্তার উঠে পরে লেগেছে।এস আই বেলাল আমার ভাবীর যোগসাজসে অন্যায় ভাবে আমার ঘরটি ভেঙ্গে ফেলে।আমার সহায় সম্পদ না থাকায় দরুন মাথা গুজার মতো একটু আশ্রয়ের আশায় বাবার রেখে যাওয়া সম্পত্তির উপর একটি ঘর নির্মাণ করি তা আবার পুলিশের সহযোগিতায় আমার ভাবী তানজিনা ভেঙ্গে ফেলে আমি এখন নিরুপায় হয়ে আপনাদের স্মরনাপন্ন হয়েছি আপনারা জাতির বিবেক। বর্তমানে রোমানা খেলা আকাশের নিচে দিনযাপন করছে। সংবাদ সম্মেলনে রোমানা আক্তার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী এডঃআনিছুল হক এম পির নিকট কসবা থানার এস আই বেলালের বিভাগীয় তদন্তসহ শাস্তি মুলক ব্যাবস্হার দাবী জানায় এবং তার ঘরটি আগের জায়গায় নির্মান করে বসবাসের সুযোগ করে দেওয়ার জন্য কান্না জরিত কন্ঠে আকুল আবেদন করেন।

No comments

Theme images by suprun. Powered by Blogger.