অধ্যাপক আলী আশরাফ এমপির মৃত্যুতে মুরাদনগরের এমপির শোক প্রকাশ
এন এ মুরাদ,মুরাদনগর।।
অধ্যাপক আলী আশরাফ এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৩- মুরাদনগরের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন এবং মুরাদনগর উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক আলী আশরাফ এমপি ঢাকা স্কোয়ার হাসপাতালে শুক্রবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

No comments