মুরাদনগরে জরুরি হট লাইনে রুগীর সেবায় এমপির বিশেষ টিম
এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরে করোনা আক্রান্ত রুগীরা বাড়িতে বসে কন্ট্রোল রুমে ফোন দিলে পাচ্ছেন জরুরি সেবা। জরুরি সেবামূলক এই কাজটি চালু করেছেন মুরাদনগরের গণমানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এমপি মহোদয়ের একটি বিশেষ টিম।
জানাযায়, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এমপি মহোদয়ের দিক নির্দেশনায় মুরাদনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসান, এর নেতৃত্বে জরুরি সেবা পৌঁছে দিতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়। এতে রয়েছে দুটি হট লাইন নাম্বারঃ 017 52 19 06 52
017 43 02 75 69 ফোন দিলে (Covid-19) করোনা আক্রান্ত রোগীর বাড়িতে এ্যাম্বুলেন্স সার্ভিস , ঔষধ, খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
কৃষকলীগ নেতা মোঃ হাছান বলেন - করোনা রোগী, গরিব , অসহায় দুঃস্থ মানুষেরা ফোন করে কন্ট্রোল রুমের নাম্বারে জানালে আমরা সাথে সাথে আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি মহোদয় এর পক্ষ থেকে ত্রান পৌঁছে দিচ্ছি তাদের বাড়িতে।

No comments