Header Ads

Header ADS

একটি জরাজীর্ণ ঘরেই সাত জনের বসবাস

 


এন এ মুরাদ। 

দেবিদ্বার উপজেলার বুড়ির পাড় গ্রামের  মনছুর আলীর বাড়ির মৃত ইউনুছ মিয়া (ইনু মিয়া) ছেলে মোঃ আবুল হোসেন (হাবুল মিয়া) । সে একজন সহজ সরল দিনমজুর। তার স্ত্রী একজন বুদ্ধি প্রতিবন্ধী। 

দুই ছেলে ও তিন মেয়ে সহ সাত জনের পরিবার।


বাড়িতে সামান্য জায়গায় ছোট জরাজীর্ণ একটি ঘর।    একটু বৃষ্টি হলেই ঘরের  চালা দিয়ে পানি পড়ে। ভীতরে নেই কোন বেড়া বা পার্টিশন।  বেড়ার এপাশ থেকে ওপাশে দেখা যায়। 

এই ঘরেই বিয়ের উপযুক্ত মেয়েসহ হাবুল মিয়ার পরিবারের সাত সদস্যের বসবাস। 


হাবুল মিয়া বলেন- আমি একজন দিনমজুর।  যেই কাজ পাই তাই করি। কাজ থাকলে  দৈনিক তিন- চারশ টাকা রুজি হয়। আর কাজ না পেলে বসে থাকতে হয়। 

একটা ভাঙ্গা ঘরেই সবায় থাকি। মেয়েটা বিয়ের উপযুক্ত। কেউ সম্বন্ধ নিয়ে আগাই আসেনা। আসলেই দেখে আমার ঘর দোয়ার নাই। টিউবওয়েল নাই,  বাথরুম নাই। সংসারে শুধু অভাব আর অভাব। ছেলে- মেয়েকে তিন বেলা  খাবার দিতে পারিনা। ঘর করার স্বপ্ন দেখব কি করে? 

হাবুল মিয়ার দুঃখ দেখে পাশে দাঁড়িয়ে সহায়তা করার ইচ্ছে পোষণ করেছেন বুড়ির পাড় জনকল্যাণ পরিষদ। 

সংগঠনের সদস্য সামিলউ হক জানান - আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি হাবুল মিয়ার পরিবার খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘরের ভীতর একটি চৌকি।  চৌকির উপর নীচে বিছানা করে ছেলে - মেয়ে নিয়ে থাকেন। 

হাবুল মিয়ার দুরবস্থা দেখে  সংগঠনের পক্ষ থেকে  তাকে একটা টিউবওয়েল ও ল্যাট্রিনসহ ঘর করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এমতাবস্থায় আমাদের ফান্ডে পর্যাপ্ত টাকা নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি সহযোগিতা করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন আমরা তাকে সাধুবাদ জানাব। 


No comments

Theme images by suprun. Powered by Blogger.