Header Ads

Header ADS

মুরাদনগরে মাদক প্রতিরোধে ওসির সাথে এলাকাবাসীর মতবিনিময়

 

এন এ মুরাদ।।


সামাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে  বাল্য বিয়ে বন্ধ  ও মাদক প্রতিরোধে সচেতনা মূলক মতবিনিময় করছেন ওসি সাদেকুর রহমান। 

বুধবার বিকেলে১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় বড় মসজিদের সামনে কয়েকশ লোকের উপস্থিতিতে এই মতবিনিময় সভার আয়োজন করেন এলাকাবাসী ।


এতে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১৪ নং নবীপুর ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের। 

প্রধান অতিথি ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাদেকুর রহমান। 

তিনি বলেন -  কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম ( বার) স্যারের দিক নির্দেশনায় মুরাদনগর উপজেলাকে  মাদক  মুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।  এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনার সন্তান কখন কোথায় যায়, কি করে, কার সাথে মিশে  এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর এলাকায় কোন বিশৃঙ্খলা , বাল্য বিবাহ, মাদক ইভটিজিং হলে পুলিশকে খবর দিন।  আইনি সহায়তা পেতে থানায় কোন ব্যক্তির উপর ভর করে নয় - আপনি নীজে চলে আসুন।  ওসির দরজা চব্বিশ ঘণ্টা খোলা। 

এসময় উপস্থিত ছিলেন - ইউপি সদস্য  রমাপ্রসাদ দেব, মনির হোসেন, গৌরাঙ্গ দেব,  হাজী ইদন মিয়া, ইমরান হোসেন, হুমায়ুন মিয়াসহ অন্যান্যরা।

No comments

Theme images by suprun. Powered by Blogger.